Orbit Force Security Service Pvt Ltd Job circular 2019
Orbit Force Security Service Pvt Ltd Job circular 2019. Security Service Job circular.
Orbit Force Security Service Pvt Ltd Job.
Job location
Company / Employer
Job type
Minimum qualification
Industry
Business Function
Role / Designation
Educational specialization

About the role
অরবিট ফোর্স সিকিউরিটি লিমিটেড. এর অধীনে. আকষনিয় বেতনে অফিসিয়াল কাজ পরিচালনা করার জন্য কিছু সংখ্যক রিক্রুটিং অফিসার নিয়োগ চলছে।
>> ডিউটির স্থান : হেড অফিস- ও তার অংগ প্রতিষ্ঠান গুলোতে ডিউটি করার মন মনোসিকতা থাকতে হবে। এবং কোম্পানীর প্রজেক্টে এ ডিউটি করতে হবে ।
১/ ঢাকা এবং আসপাশের আগ্রহী পার্থীকে ” বায়ো ডাটা” নিয়ে সরাসরি অফিসে আসিতে হইবে।
২/ নিজ নিজ জেলা থেকে আসা পার্থীকে, প্রয়োজনীয় কাগজপত্র এবং জামাকাপড় সঙ্গে নিয়ে আসতে হবে।
৩/ প্রর্তেক কেন্ডীডেট-কে ঢাকা থেকে ৭ দিন প্রশিক্ষণ দিয়ে কোম্পানির নির্ধারিত প্রজেক্ট ও নিজ জেলায় ডিউটিতে দেওয়া হবে।
৫/ শিক্ষাগত যোগ্যতা : এস এস সি,
৬/ কোন জামানত লাগবে না
৭/ থাকা + খাওয়া কোম্পানীতে সুব্যাবস্তা আছে।
৮/ বেতন ৫ – ১০ তারিখের মধ্যে প্রদান করা হয়।
৯। প্রভিডেন্ট ফান্ড সুবিধা।
১০। ডিউটি ৮/১০ ঘন্টা।
অন্যান সুযোগ সুবিধা আলোচনা সাপেখে।
আগ্রহীদের নিম্ন ঠিকানায় অথবা ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানাঃ
অফিসঃ এইচ# ৬৭ আমতলি মহাখালি, ঢাকা-১২১২