MINISTRY OF FOREIGN AFFAIRS QUESTION SOLUTION 2019, MINISTRY OF FOREIGN AFFAIRS MCQ QUESTION SOLUTION 2019, MINISTRY OF FOREIGN AFFAIRS JOB EXAM QUESTION SOLUTION 2019, MINISTRY OF FOREIGN AFFAIRS FULL SOLUTION.
MINISTRY OF FOREIGN AFFAIRS QUESTION SOLUTION 2019
MINISTRY OF FOREIGN AFFAIRS QUESTION SOLUTION 2019
POST NAME: SUPERINTENDENT
FULL SOLUTION IS GOING ON, STAY WITH US
1. Fill in the blank: ‘you might—–about Milton.’—- Ans: Have heard
2.একটি গরু 5 পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ।গরুটি আরো 500 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 15 % লাভ হতো। গরুটির ক্রয়মূল্য কত?
3.আয়ত এর বাহুগুলি পরস্পর সমান হলে কি হয়?
4.’সূর্য দীঘল বাড়ি’ কোন প্রকারের রচনা?- Ans: উপন্যাস
5.The abbreviation`p.m.’ stands for— Ans: Post Meridiem
6.select the correct sentence:
7.আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আমি কি…..। গানটির রচয়িতা কে?- Ans: আবদুল গাফফার চৌধুরী
8.`Honesty is the best policy.’ in this Sentence the word` honesty’ is —–
9. she is now a student of—– University. `Fill in the blank in the above sentence:
10.কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? –Ans:কঠিন মাধ্যমে
11.বাংলাদেশের আয়তন সমগ্র পৃথিবীর আয়তনের কত ভাগের এক ভাগের সমান?
12. The word` hardly’ means—–
13.‘অক্ষির সমীপে’র সংক্ষেপ হলো- Ans: প্রত্যক্ষ
14. ABC সমকোণী ত্রিভুজের B কোণ সমকোণ এবংAB=a,BC=2a হলে নিচের কোনটি সঠিক?
15.অপরাজেয় বাংলা কি?-Ans: মুক্তিযোদ্ধাদের একটি ভাস্কর্য
16.বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?- Ans: ৭টি
17. ণত্ব বিধান কোন শ্রেণীর শব্দের জন্য প্রযোজ্য?- Ans: তৎসম
18.25 মে 2018 তারিখে ভারতের কোথায় ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করা হয়েছে?
19.` She has been reading the book since morning. This is an example of—
20.বিশ্বের দীর্ঘতম নদীর নাম কি?- Ans: নীলনদ
21.‘ পরাজয়ের’- এ শব্দটিতে কোনটি উপসর্গ?-Ans:পরা
22.বাংলাদেশের কোন জেলায় চা বাগান বেশি?- Ans: মৌলভীবাজার জেলায়
23.‘ প্রসন্ন’ এর বিপরীত শব্দ কোনটি?- Ans: বিষণ্ণ
24. Identify the correct passive form:` Let me write a letter.’
25. A word that takes the place of a noun Is called—
26.a3-b3,a3+b3এর লসাগু কত?
27.‘ তিনি বাড়ি নেই’ কোন কারক?
28.অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়?- Ans: ক্যানবেরা
29.বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়?- Ans: ১২ মে, ২০১৮
30. শেষের কবিতা কোন শ্রেণীর সাহিত্য কর্ম?- Ans: একটি উপন্যাস
31. কোনটি আরবি শব্দ?- Ans: হজ্জ
32.`Muslims fast during Ramadan.’ here the word` fast’ it is—–
33.‘ অশ্রু’ শব্দের প্রতিশব্দ হবে- Ans:লোর
34.ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়?-Ans: ১৯০৪ সালে
35. ।x।<3 এর সমাধান সেট–
36.একটি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলেত্রিভুজের ক্ষেত্রফল-
37.‘’রূপসী বাংলা’ কার কাব্যগ্রন্থ?-Ans: জীবনানন্দ দাশের
38.কোনটি অশুদ্ধ বাক্য?
39.নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন ব্যাকটেরিয়া?- Ans: কক্কাস
40.`Dead Lock’এর বাংলা- Ans:অচলাবস্থা
41.টাকায় 10 টি দরে আমলকি ক্রয় করে 8 টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
42.বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কি?- Ans: নাজমুন আরা সুলতানা
43.বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কি?- Ans: কারাগারের রোজনামচা
44. Which one of the following is a Plural Noun?
45.যদি পড়ন্ত বন্ধুর অতিক্রান্ত দূরত্ব h হয় এবং সময় t হয়,তাহলে-
46. Which one of the following was a ` Romantic poet’?
47.দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? – Ans: যকৃত
48.নড়াইল জেলা শহর কোন নদীর তীরে অবস্থিত? Ans: চিত্রা নদী
50. বাংলাদেশের জাতীয় ফল কোনটি- Ans: কাঁঠাল
51. William Shakespeare was born in- Ans: 1564
52. সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো: ১,৫,৭,১৩,২১,৩৫—–
53. দেরাদুন কোন দেশে অবস্থিত- Ans: ভারতে
54. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে- Ans: কামরুল হাসান
55. নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক- Ans: পায়ের আওয়াজ পাওয়া যায়
56. 11+18+25+32+……ধারাটির 15 টি পদের সমষ্টি কত–
57. End in smoke means —- Ans: Come to Nothing
58. Fill in the blank with an appropriate preposition. Exercise is beneficial——health
59. হুলিয়া কবিতা কার রচনা- Ans: নির্মলেন্দু গুণ
60. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে- Ans: স্পিকার
61. ‘না’ কোন জাতীয় শব্দ- Ans:অব্যয়
62. বাংলাদেশের সাংবিধানিক নাম কি-– Ans: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
63. বাংলাদেশ আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর মধ্যবিন্দু সমূহের যোগে যে চতুর্ভুজ হয় তা একটি–
64. ভাষার মূল উপাদান হচ্ছে- Ans: ধ্বনি
65. Which one of the following is an example of superlative degree-
66. What is the plural form of Mr.– Ans: Mrs.
67. শুদ্ধ বানান কোনটি-
68. সময়ের শূন্য রেখা কোন দেশে অবস্থিত-
69. Fill in the blank with the right word: a man is known by the—– he keeps—
70. The tense of a verb is mainly related to —–
71. নিচের কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস– Ans: কয়লা
72. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন কোনটি– Ans: চর্যাপদ
73. Which one of the following is wrongly spelt-
74. Fill in the blank: Look —–the word in the dictionary
75. নন্দিত নরকে উপন্যাসটির রচয়িতা কে- Ans: হুমায়ূন আহমেদ
76. The past participle form of the verb ‘spread ‘ is—-
77. 1 হতে 50 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে-
78. ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কত-
79. শালবন বিহার কোথায় অবস্থিত- Ans: কুমিল্লা
80. He is poor but honest ‘ Which one is conjunction in this sentence-
81. থাইল্যান্ডের মুদ্রার নাম কি- Ans: বাথ
82. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26 মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়ারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেছিলেন-
83. বাংলাদেশের কোন জেলার সাথে বিদেশের কোন সীমানা নেই-
84. একটি গাড়ির চাকা তিরিশ মিনিটে দুই হাজার বার ঘোরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকার পরিধি কত-
85. Cos120 ডিগ্রী- এর মান কত-
86. x-y=1 , x+y=3 হলে, (x,y)= কোনটি —
87. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত- Ans: সোনারগাঁয়ে
88.গোঁফ খেজুরে কোন সমাস- Ans: মধ্যপদলোপী বহুব্রীহি
89. দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 3 এবং গুণফল 2, এদের বর্গের সমষ্টি-
90.ছন্দের জাদুকর কাকে বলা হয়- Ans: সতেন্দ্রনাথ দত্ত
91.. Complete the sentence ‘had i been in your situation—the offer–
91. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কাটার পর তিনি 2700 টাকা পান, তার মাসিক বেতন কত–
93. আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন- Ans: ডিনামাইট
94. x-1/x= √3 হলে x2=1/x2=কত—-
95. গীতাঞ্জলি এর সন্ধি বিচ্ছেদ কোনটি- Ans: গীত+অঞ্জলি
96. 25 শে বৈশাখ কার জন্মদিন- Ans: রবীন্দ্রনাথ ঠাকুর
97. কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা- Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
98. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি- Ans: নাফ
99. Choose the appropriate question tag’ you like vegetables—
100. 2(a2+b2) = কত–
Recent Posts
- Ministry of Liberation War Affairs (molwa) Job circular 2019
- 41 bcs Related Notice 2019
- Bangladesh Railway Job exam Preparation
- Department of youth development job circular 2019-www.dyd.gov.bd
- Bangladesh Economic Zones Authority (BEZA) Job Circular 2018-beza.gov.bd
- artradeinternational Job circular 2019
- Online Job Male Or Female / Marketing Executive Job circular 2019
- BARISHAL CITY CORPORATION JOB CIRCULAR 2019
- Karim Group Job circular 2019
- ProFx Analysis Academy Job circular 2019