কাজের বিবরণী
“FAST TRADING” এর আওতায় কিছু সংখ্যক লোক বরিশাল বিভাগে ফিল্ড সুপারভাইজার অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীগণদের খুব দ্রুত যোগাযোগ করার জন্য অনুরুধ করা যাচ্ছে।
কর্মস্থান – বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা।
#প্রয়োজনীয়তাঃ
১. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (ফটোকপি)।
২. চেয়ারম্যান সার্টিফিকেট।
৩. ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
৪. ২ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি।
★সুবিধাসমুহঃ-
১/ জামানতের প্রয়োজন নেই।
২/ থাকা ফ্রি, খাওয়ার সুব্যবস্থা আছে।
৩/ চিকিৎসা ভাতা।
৪/ ঈদ বোনাস।
৫/ ওভার টাইমের সুবিধা।
৬/ প্রতি মাসের ৫-৭ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয়।
★ আগ্রহী প্রার্থীগণ জরুরি যোগাযোগ করুন।
বিস্তারিত জানার জন্য কল করুনঃ