DrutoBazaar Job circular 2019
DrutoBazaar Job circular 2019.
About the role
নিয়োগকারী : DrutoBazaar
ঠিকানা : বহদ্দারহাট, খাজা রোড, মনির বাড়ি ,থানা : চান্দগাঁও চট্টগ্রাম।
চট্টগ্রাম শহরের প্রতিটি থানা ভিত্তিক ফিল্ড মার্কেটিং (Brand Promoter) করার জন্য 60 জন ছেলে ও মেয়ে নেওয়া হবে।
.
কাজের বিবরণ: দ্রুত বাজারের সার্ভিস : দ্রুত বাজারের রয়েছে 100 300 500 টাকার মুল্য রিওয়ার্ড পয়েন্ট রিচার্জ, এই সেবাটি গ্রাহকদের কাছেই সেল করা ?
সেবা টি সেলস করার পুর্বে আমাদের লক্ষ্য বিভিন্ন দোকান এর সাথেই দ্রুত বাজারের সাথেই চুক্তি বদ্দ করা ?
গ্রাহকের নিজ এলাকায় দ্রুত বাজারের চুক্তি বদ্দ দোকান থেকেই । দ্রুতবাজার এর রিয়োর্ড রিচার্জ পয়েন্ট ব্যবহার করার সুযোগ রয়েছে,
এবং বিভিন্ন ব্রানড এর দোকান গুলোর চুক্তি করার লক্ষ্যে
ছেলে ও মেয়ে নিয়োগ করা হবে,
আপনার যদি মনে হয় আপনি মার্কেটিং করতে পারবেন..এবং বিভিন্ন মার্কেট এ গিয়ে দোকানের সাথেই কথা বলতে পারবেন, তাহলেই এই জব টা আপনার জন্য প্রযোজ্য.
অন্যতায় কমেন্ট আবেদন করে সময় নষ্ট করবেন না,
এই কাজটি জরিপ ও গনোসংযোগ করার লক্ষ্যে এবং এ টু জেড সব ধরনের সুযোগ সুবিধা দিবে দ্রুত বাজার এই সেবাটি দ্রুত বাজার এর রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য প্রযোজ্য।
�দ্রুত বাজার এর প্রতিনিধি হিসাবে – রবি এবং এয়ারটেল গ্রাহকদের সেবা প্রদান করা।
�দ্রুত বাজার এর প্রতিনিধি হিসাবে গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা।
�এয়ারটেল এবং রবির গ্রাহকদের দ্রুত বাজার এর সেবা সম্পর্কে আগ্রহী করে গড়ে তোলা।
�রবি এবং এয়ারটেল গ্রাহকদের আমাদের সেবা সম্পর্কে উৎসাহিত করা।
দৈনিক 30 টি দোকান বিজিট করা ও 30 জনকে সেবা দেওয়া। এবং শপিং এ বিজিট করা।
দ্রুত বাজারের সেবাটি রবি ও এয়ারটেল গ্রাহকদের একটিভ করে দেওয়া।
সময়কাল: এই কাজ তিন বছর পর্যন্ত চলবে।
মাসিক বেতন: 18000 হাজার প্লাস কমিশন
বিদ্র: যারা কাজ করার আগ্রহী তাদের অফিসে এসে ফরম পূরন করতে হবে
ইন্টারভিউ স্থানঃ দ্রুতবাজার, মনিরবাড়ি, খাজা রোড, বহদ্দারহাট, চট্টগ্রাম
অবশ্যই ইন্টারভিও এর দিন কমপ্লিট সিভি নিয়ে আসবেন
কাজের বিবারনঃ দোকান ভিজিট করা , রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা।