16 ntrca Model Test (All Subject) 2019
#১৬তম_নিবন্ধন_পূর্ণাঙ্গ_মডেল_টেস্ট
সময়→১ ঘণ্টা
পূর্ণমানঃ→১০০(পাশ ৪০)
(প্রতিটি ভুল উত্তরের জন্য(.৫)নম্বর কাটা যাবে)
#বাংলা_____২৫
♥প্রশ্ন_০১.
নাটকের সংলাপের উপযোগী ভাষা কোন রীতি?
ক. সাধু
খ. চলিত
গ. আঞ্চলিক
ঘ. মিশ্র
♥প্রশ্ন_০২.
কোন বিরাম চিহ্নের বিরতিকাল নেই?
ক. হাইফেন
খ. কমা
গ. সেমিকোলন
ঘ. কোলন
♥প্রশ্ন_০৩.
‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
ক. অপদার্থ
খ. নিরেট মূর্খ
গ. অত্যন্ত অলস
ঘ. অপটু
♥প্রশ্ন_০৪.
‘অনুমোদিত’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অননুমেয়
খ. অনাবশ্যক
গ. অননুমোদিত
ঘ. মতানৈক্য
♥প্রশ্ন_০৫.
‘জায়া’ শব্দের সমার্থক শব্দ-
ক. অর্ধাঙ্গী
খ. কন্যা
গ. নন্দিনী
ঘ. ভগিনী
♥প্রশ্ন_০৬.
‘রাজ্ঞী’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রাজ্ + নী
খ. রাগ্ + নী
গ. রাজ্ + জ্ঞী
ঘ. রাগ্ + জ্ঞী
♥প্রশ্ন_০৭.
‘মৌমাছি’ – কোন সমাস?
ক. অব্যয়ীভাব সমাস
খ. বহুব্রীহি সমাস
গ. দ্বিগু সমাস
ঘ. কর্মধারয় সমাস
♥প্রশ্ন_০৮.
কাঁদ + না – এটি কোন সন্ধি?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. খাঁটি বাংলা সন্ধি
ঘ. বিসর্গ সন্ধি
♥প্রশ্ন_০৯.
‘ভুশন্ডির কাক’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. একই স্বভাবের
খ. মূর্খ
গ. কপট ব্যক্তি
ঘ. দীর্ঘজীবী
♥প্রশ্ন_১০.
নূপুরের ধ্বনি – এক কথায় কি বলে?
ক. শিঞ্জন
খ. রুমঝুম
গ. ঝংকার
ঘ. নিক্বণ
♥প্রশ্ন_১১.
‘পড়ায় আমার মন বসে না’ – এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্ম কারকে ৭মী বিভক্তি
খ. অধিকরণ কারকে ৭মী বিভক্তি
গ. অপাদান কারকে ৭মী বিভক্তি
ঘ. করণ কারকে ৭মী বিভক্তি
♥প্রশ্ন_১২.
কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ?
ক. কোকিল
খ. গায়ক
গ. বিদ্বান
ঘ. দাদা
♥প্রশ্ন_১৩.
‘সকাল থেকে বৃষ্টি হচ্ছে’ – এর ইংরেজি অনুবাদ হলো-
ক. It is raining since morning
খ. It has been raining since morning
গ. It has been raining from morning
ঘ. It is raining for morning
♥প্রশ্ন_১৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. কেবল মাত্র তুমি যাবে
খ. এতে আশ্চার্য হলাম
গ) এ সংবাদে সন্তোষ হলাম
ঘ) বিবিধ জিনিস কিনলাম
♥প্রশ্ন_১৫.
‘উপকন্ঠ’ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কণ্ঠের সমীপে
খ. কণ্ঠের সদৃশ
গ. উপ যে কণ্ঠ
ঘ. কণ্ঠ পর্যন্ত
♥প্রশ্ন_১৬.
অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়।
ক. Death is better than insult.
খ. Death is preferable to dishonour.
গ. Dishonour is preferable than death.
ঘ. Death is acceptable than dinhonour.
♥প্রশ্ন_১৭.
‘জিজ্ঞাসিব জনে জনে’ – এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
♥প্রশ্ন_১৮.
‘মরদ’ – এর বিপরীত লিঙ্গ কোনটি?
ক. মর্দ
খ. মরদী
গ. জেনানী
ঘ. জেনানা
♥প্রশ্ন_১৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. বাল্মিকী
খ. বাল্মিকি
গ. বাল্মীকি
ঘ. বাল্মীকী
♥প্রশ্ন_২০.
কোনটি তৎপুরুষ সমাস?
ক. ভালোমন্দ
খ. মধুমাখা
গ. যথাসাধ্য
ঘ. সত্যনিষ্ঠ
♥প্রশ্ন -২১.
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি–
ক. যৌগিক বাক্য
খ. মিশ্র বাক্য
গ. সরল বাক্য
ঘ. সাধারন বাক্য
♥প্রশ্ন – ২২.
চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ঠ্য প্রযোজ্য?
ক. গুরুগম্ভীর
খ. কৃত্রিম
গ. পরিবর্তনশীল
ঘ. তৎসম শব্দবহুল
♥প্রশ্ন-২৩.
ভাষার মৌলিক অংশ কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
♥প্রশ্ন -২৪.
কোনটি শুদ্ধ বানান?
ক. তিতিক্ষা
খ. তীতীক্ষা
গ. তীতিক্ষা
ঘ. তিতীক্ষা
♥প্রশ্ন – ২৫.
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. রুপতত্বে
খ. বাক্যতত্ত্বে
গ. অর্থতত্ত্বে
ঘ. ধ্বনিতত্ত্বে
#ইংরেজি___২৫
২৬) Charity (to begin)—-at home.
a) is beginning
b) began
c) begins
d) has begun
২৭) The prices of rice are—–
a) raising
b) rising
c) risen
d) raised
২৮) My uncle arrived while I—-the dinner.
a) would cook
b) has cooked
c) cook
d) was cooking
২৯) এক টাকার ভাংতি দাও
ক) Give me one taka change
খ) Give me change for taka
গ) Give me a taka change
ঘ) Give me change for a taka
৩০) রমজান অঙ্কে কাঁচা—-সঠিক ইংরেজি অনুবাদ নিচের কোনটি?
ক) He is weak in Mathematics.
খ) He is bad at Mathematics.
গ) He is bad in Mathematics.
ঘ) He is weak at Mathematics.
৩১) “তেলা মাথায় তেল দেওয়া।” এর সঠিক ইংরেজি অনু্বাদ নিচের কোনটি?
ক) Giving oil only to head.
খ) To carry coal to new castle.
গ) To carry coal to oldcastle.
ঘ) To carry coals to new castle.
৩২) I water the plants.The word “water”is used as—-?
a) verb
b) noun
c) adjective
d) pronoun
৩৩) Three-fourths of the work—- finished.
a) have been
b) had
c) has been
d) were
৩৪) Your conduct admits—-no excuse.
a) to
b) for
c) of
d) at
৩৫) Many men, many—-?
a) faces
b) minds
c) might
d) right
৩৬) What is lotted cannot be—–
a) blotted
b) broken
c) endured
d) updated
৩৭) The lights have been blown— by strong wind.
a) away
b) out
c) up
d) off
৩৮) The negative of “Everybody hates a liar”is—-?
a) Everybody does not hate liar.
b) Everybody does not like to hate a liar.
c) Nobody does not like a liar.
d) Nobody likes a liar.
৩৯) The synonym of the word “call” is—-?
a) summon
b) exile
c) impede
d) recollection
৪০) The synonym of the word “panic” is—-?
a) serenity
b) horror
c) calmness
d) tranquillity
৪১)’Back up’means?
a) stop
b) support
c) explode
d) continue
৪২) “swan song”means—?
a) first work
b) last work
c) middle work
d) early work
৪৩) The Antonym of’eternal’is__?
a) permanent
b) essential
c) temporary
d) uunnecessary
৪৪) Synonym of the word “morose” is—?
a) vindictive
b) adventure
c) depressed
d) cheerful
৪৫) Read the learn.(complex)
a) By reading, you will learn
b) Read and learn
c) If you read, you will learn
d) in case of failure to read,you will not run.
৪৬) I shall adhere—my plan.
a) for
b) in
c) out
d) to
৪৭) “___”virtuous are happy.
a) The
b) A
c) An
d) No article
৪৮) “A bull market” means that shere prices are…….
a) static
b) moving
c) rising
d) falling
৪৯) Are you confident—-your performance?
a) of
b) by
c) because
d) None of these
৫০) Learn the poem—heart.
a) in
b) with
c) by
d) within
#গণিত______২৫
৫১. নিচের কোন সম্পর্কটি সঠিক?
ক) ভাজ্য = ভাজক × ভাগশেষ + ভাগফল
খ) ভাজক = ভাজ্য × ভাগশেষ + ভাগফল
গ) ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
ঘ) ভাগশেষ = ভাজক × ভাজ্য + ভাগফল
৫২. f(a)=a-b-c হলে a এর কোন মানের জন্য f(a)=0 হবে?
ক) a+c
খ) b+c
গ) b-c
ঘ) a+b
৫৩. x এর কোন মানের জন্য f(x)=42 হবে?
ক) 0
খ) 2
গ) 3
ঘ) 4
৫৪. x2-7x+12 এর উৎপাদক কোনটি?
ক) (x-4)(x-3)
খ) (x+4)(x+3)
গ) (x-4)(x+3)
ঘ) (x+4)(x-3)
৫৫. a এবং b এর মধ্যে সম্পর্ক কী?
ক) a=b+1
খ) a+2=b
গ) a=b
ঘ) a+3=b+2
৫৬. 3x-4=ax-4 হলে, a এর মান কত?
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
৫৭. (√3) 8 এর মান কত?
ক) 128
খ) 64
গ) 32
ঘ) 16
৫৮. 35 সূচকীয় রাশিতে ভিত্তি কত?
ক) 1
খ) 3
গ) 4
ঘ) 12
৫৯. হেনরি ব্রিগস কোন দেশের গণিতবিদ?
ক) স্কটল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) হল্যান্ড
ঘ) জাপান
৬০ লগারিদম পদ্ধতি কয় ধরনের?
ক) দুই ধরনের
খ) তিন ধরনের
গ) চার ধরনের
ঘ) ছয় ধরনের
৬১. 5 log3 – log 9 এর মান কত?
ক) log 28
খ) log 27
গ) log 29
ঘ) log 17
৬২. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
ক) 1 সমকোণ
খ) 2 সমকোণ
গ) 3 সমকোণ
ঘ) 4 সমকোণ
৬৩. সুষম বহুভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কেমন?
ক) সমান
খ) অসমান
গ) ঋণাত্মক
ঘ) একটি অপরটির দ্বিগুণ
৬৪. আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটিকে সমান কয়টি ত্রিভুজক্ষেত্রে বিভক্ত করে?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
৬৫. ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় কী?
ক) স্থূলকোণ
খ) সূক্ষ্মকোণ
গ) সমকোণ
ঘ) সরলকোণ
৬৬ যার দৈর্ঘ্যর প্রস্থ আছে কিন্তু বেধ নেই তা-
ক) তল
খ) স্থান
গ) বিন্দু
ঘ) রেখা
৬৭. বাহুভেদে ত্রিভুজ কত প্রকার?
ক) 2 প্রকার
খ) 3 প্রকার
গ) 4 প্রকার
ঘ) 6 প্রকার
৬৮. কত খ্রিষ্ট পূর্বাব্দে গ্রিক পন্ডিত ইউক্লি Elements বইটি লেখেন?
ক) ৩০০
খ) ৩৫০
গ) ৩২০
ঘ) ৪০০
৬৯. আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে কি বলা হয়?
ক) আয়তক্ষেত্র
খ) ঘনক
গ) ত্রিভুজ
ঘ) ট্রাপিজিয়াম
৭০. একটি ঘনক কয়টি বর্গক্ষেত্রে নিয়ে গঠিত?
ক) 3
খ) 4
গ) 5
ঘ) 6
৭১) .১ এর বর্গমূল কত?
ক) ০.০১
খ) ০.১
গ) ০.২
ঘ) কোনটিই নয়
৭২) দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ৪৭ হয়, তবে বড় সংখ্যাটি কত?
ক) ২৪
খ) ২৩
গ) ২২
ঘ) ৩০
৭৩) x+y=12, x-y=2 হলে xy এর মান কত?
ক) 20
খ) 25
গ) 30
ঘ) 35
৭৪) ২৫৩ডিগ্রি কোণকে কি কোন বলে?
ক) সূক্ষ্মকোণ
খ) স্থূলকোণ
গ) পূরক কোণ
ঘ) প্রবৃদ্ধ কোণ
৭৫) একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৬ ফুট হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক) ৯ বর্গফুট
খ) ১২ ”
গ) ১৮ ”
ঘ) ৩৬ ”
#প্রশ্ন_৭৬
♦বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কত?
ক) ৫ঃ৪
খ) ৪ঃ৩
গ) ৫ঃ৩
ঘ) ৭ঃ৫
#প্রশ্ন_৭৭
♦মহাস্হানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক) করতোয়া
খ) ব্রহ্মপুত্র
গ) মহানন্দা
ঘ) গঙ্গা
#প্রশ্ন_৭৮
♦বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
ক) যমুনা
খ) ব্রহ্মপুত্র
গ) পদ্মা
ঘ) মেঘনা
#প্রশ্ন_৭৯
♦টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
ক) সোডিয়াম বাইকার্বনেট
খ) পটাশিয়াম বাইকার্বনেট
গ) সোডিয়াম মনোগ্লুটামেট
ঘ) মনোসোডিয়াম গ্লুটামেট
#প্রশ্ন_৮০
♦দেশলাইয়ের কাঠিতে কোনটি থাকে না?
ক) জিঙ্ক ও বেরিয়াম লবণ
খ) ক্যালসিয়াম সিলিকেট
গ) পটাশিয়াম সিলিকেট
ঘ) সবকটিই
#প্রশ্ন_৮১
♦মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে –
ক) ইন্টারনেট লাইনেট সংযোগ সাধন হয়
খ) টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
গ) টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ঘ) রেডিও লাইনের সংযোগ সাধন হয়
#প্রশ্ন_৮২
♦টেলিপ্রিন্টার কি?
ক) গ্রহণমুখ যন্ত্র
খ) নির্গমনমুখ যন্ত্র
গ) টাইপরাইটার
ঘ) টারমিনাল
#প্রশ্ন_৮৩
♦সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে
ক) পরভোজী
খ) স্বভোজী
গ) পরজীবী
ঘ) মিথোজীবী
#প্রশ্ন_৮৪
♦ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয়না-
ক) শ্বসন
খ) রেচন
গ) সালোকসংশ্লেষণ
ঘ) অভিস্রবণ
#প্রশ্ন_৮৫
♦জীনের রাসায়নিক উপাদান
ক) আরএনএ
খ) ডিএনএ
গ) ডিএনএ ও হ্যালিক্স
ঘ) আরএনএ ও হ্যালিক্স
#প্রশ্ন_৮৬
♦শেখ মুজিবুর রহমানকে বন্দি করে করাচিতে নিয়ে যাওয়া হয় ৭১ এর
ক) ২৫ মার্চ রাতে
খ) ২৬ মার্চ রাতে
গ) ২৭ মার্চ রাতে
ঘ) ২৮ মার্চ রাতে
#প্রশ্ন_৮৭
♦বাংলাদেশের প্রথম অস্হায়ী প্রেসিডেন্ট ছিলেন
ক) আবু সাঈদ চৌধুরী
খ) শেখ মুজিবুর রহমান
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) সৈয়দ নজরুল ইসলাম
#প্রশ্ন_৮৮
♦অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
ক) ফোলিক এসিড
খ) এমিনো এসিড
গ) পেনিসিলিন
ঘ) ইনসুলিন
#প্রশ্ন_৮৯
♦কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
ক) লিগনাইট
খ) বিটুমিনাস
গ) অ্যানথ্রাসাইট
ঘ) পিট
#প্রশ্ন_৯০
♦দুটি স্হানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১° হলে সময়ের পার্থক্য হবে-
ক) ৪ মিনিট
খ) ৬ মিনিট
গ) ৮ মিনিট
ঘ) ১০ মিনিট
#প্রশ্ন_৯১
♦পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক) বুধ
খ) শুক্র
গ) মঙ্গল
ঘ) বৃহস্পতি
#প্রশ্ন_৯২
♦সৌরজগতের কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে?
ক) শনি
খ) মঙ্গল
গ) বৃহস্পতি
ঘ) শুক্র
#প্রশ্ন_৯৩
♦বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক) জয়নুল আবেদীন
খ) কামরুল হাসান
গ) হামিদুজ্জামান খান
ঘ) হাসেম খান
#প্রশ্ন_৯৪
♦সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল?
ক) গৌড়
খ) চন্দ্রদ্বীপ
গ) সুধারাম
ঘ) সুবর্ণগ্রাম
#প্রশ্ন_৯৫
♦বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?
ক) মেজর
খ) সিপাহী
গ) ল্যান্স নায়েক
ঘ) ক্যাপ্টেন
#প্রশ্ন__৯৬
বাংলাদেশের সংসদীয় ব্যবস্হা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
ক) দ্বাদশ
খ) সপ্তম
গ) নবম
ঘ) একাদশ
#প্রশ্ন__৯৭
পারদ তাপ –
ক) অপরিবাহী
খ) সুপরিবাহী
গ) পরিবাহী
ঘ) কুপরিবাহী
#প্রশ্ন__৯৮
পৃথিবী এবং তার নিকটস্হ বস্তুর মধ্যে যে টান,তাকে বলে –
ক) গতি
খ) মহাকর্ষ
গ) অভিকর্ষ
ঘ) বেগ
#প্রশ্ন__৯৯৷
নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়?
ক) বেলজিয়াম
খ) যুক্তরাজ্য
গ) জার্মানি
ঘ) সুইডেন
#প্রশ্ন__১০০
নিপ্পন কোন দেশের পুরাতন নাম?
ক) জাপান
খ) কোরিয়া
গ) থাইল্যান্ড
ঘ) ইন্দোনেশিয়া
প্রশ্ন প্রণয়নে সহায়তায়…..
বাংলা// নাসিমা খাতুন
ইংরেজি// রমজান
গণিত// মুমিনুর রহমান
সা.জ্ঞান// অজিৎ দাস